জি, পেজের প্রত্যেকটি ছবি আমার নিজের তোলা ও গ্রাফিক্সের কাজগুলো আমার নিজে থেকে সম্পাদন করা। আমার কপিরাইট ছাড়া ছবি আমি আপ্লোড দিই না। 
জি, আমি ছবি তোলার পাশাপাশি সিনেমাটোগ্রাফিগ্রাফিক্স ডিসাইন, এবং বেশ কিছু এক্সটারনাল শুট করি। 
ছবি তোলার জন্য প্রধান শর্ত হচ্ছে  - আপনাকে ঢাকায় থাকতে হবে। ঢাকার বাইরে গিয়ে ছবি তুলে দিয়ে আসা প্রায় অসম্ভব কষ্টের ব্যাপার (ছোটখাটো শুটগুলো)। তবে, বড় প্রোগ্রাম হলে কভার দেওয়ার চেষ্টা করবো ঢাকার বাইরে। 
এটা একদমই আপনার সাথে আলোচনা সাপেক্ষ। আমি প্রতেক ক্যাটাগরির ছবির জন্য বাজেট সেট করে রেখেছি, কারণ-
  • কিছু ছবিতে বেশি পরিমাণ এডিট প্রয়োজন,
  • কিছু ছবি তোলার জন্য আমাকে হয়তো দুরে যেতে হতে পারে,
  • কিছু ছবির সাথে ভিডিও করে দিতে হতে পারে প্যাকেজ অনুযায়ী
তাই, খরচের ব্যাপারটা আলোচনা সাপেক্ষে করা হবে। আপনি আমার ফেসবুক পেজ - ফেডেডফাই তে ম্যাসেজ দিতে পারেন, অথবা ইমেইল করতে পারবেন। 
I BUILT MY SITE FOR FREE USING